২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৪৪

শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির 

বেলারুশের গোমেল শহরে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, শান্তি আলোচনায় তিনি রাজি। তবে সেই আলোচনা বেলারুশে হতে পারবে না।  খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, বেলারুশ থেকে রাশিয়া হামলা চালাচ্ছে। তাই ওই দেশে শান্তি আলোচনা হতে পারে না।  অন্য কোনো স্থানে এই আলোচনা হতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অন্য কোনো শহরে রাশিয়ার সঙ্গে আলোচনা হতে পারে।

এর আগে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য বেলারুশে পৌঁছে রুশ প্রতিনিধিদল। 

দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট টুইটবার্তায় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বেলারুশের গোমেল শহরের পরিবর্তে পোলান্ডের ওয়ারশ, স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা, হাঙ্গেরির বুদাপেস্ট, তুরস্কের ইস্তানবুল কিংবা বাকুতে বৈঠকের প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, আমরা কথা বলতে চাই, আমরা যুদ্ধ শেষ করতে চাই।

এর আগে, ক্রেমলিন জানায় যে, তার প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত এবং ইতোমধ্যে রাশিয়ার এক প্রতিনিধিদল গোমেলে পৌঁছে গেছে।

এদিকে ইউক্রেনে হামলার চতু্র্থ দিনে আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ সেনারা।  এ ছাড়া দুটি শহর নিয়ন্ত্রণে রেখেছে।  

Facebook
Twitter
LinkedIn