২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৯:২০

শাবনূরের জন্মদিন আজ

আজ ৪২ বছরে পা রাখলেন শাবনূর। ১৯৭৯ সালের ১৭ই ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। শাবনূরের ডাকনাম নূপুর এবং পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর।

শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন।

১৯৯৩ সালে খ্যাতিমান পরিচালক এহতেশামের ‘চাদঁনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় শাবনূরের। প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে ‘তুমি আমার’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ“’, ‘তোমাকে চাই’, ‘সুজন সখী’সহ ১৪টি সিনেমায় অভিনয় করেন শাবনূর। এই জুটির প্রায় প্রতিটি চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পায়।

এছাড়া, মান্না, রিয়াজ, শাকিব খান, ফেরদৌসের বিপরীতেও অভিনয় করেছেন তিনি।

২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

প্রায় ৮০ টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা।

২০১২ সালে ২৮ ডিসেম্বর তিনি বিয়ে করেন। ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রবাসী অনীক মাহমুদের সঙ্গে তার বিচ্ছেদ হয়। আইজান নামে একটি পুত্র সন্তান আছে।

Facebook
Twitter
LinkedIn