Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:১৩

শাবিতে হল খুলছে ২৫ অক্টোবর

আগামী ২৫ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল খুলছে। ওইদিন মাস্টার্সের আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। এরপর দিন ২৬ অক্টোবর স্নাতক ৪র্থ বর্ষ, ২৭ অক্টোবর স্নাতক ৩য় বর্ষ ও ২৮ অক্টোবর স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৬৭তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেয়া হবে। এদিন থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা এবং ক্রমান্বয়ে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা আবাসিক হলে উঠতে পারবেন। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে।

Facebook
Twitter
LinkedIn