শিক্ষানুরাগী ফজলুর রহমানের অর্থায়নে শ্রীনগরে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তাঃ
মোঃ জসিম মোল্লা (শ্রীনগর) মুন্সীগঞ্জ: শ্রীনগরে দর্জিবাড়ির কর্ণধার ফজলুর রহমান নিজ অর্থায়নে ৫’ শতাধিক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে ভর্তি সহায়তা করেছেন। গত মঙ্গলবার উপজেলার বাড়ৈগাঁও ইসলামীয়া স্কুল এন্ড কলেজ, বেলতলী জি.জে উচ্চ বিদ্যালয়, শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় ও ষোলঘর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনি থেকে ১০ম শ্রেনির ৫’ শতাধিক মেধাবী ও অসহায় দরিদ্র শিক্ষার্থীদের প্রথম মাসের বেতন ও সেশন ফিসহ ভর্তি করে দেন দর্জি বাড়ির কর্ণধার ফজলুর রহমান। শিক্ষানুরাগী ফজলুর রহমান ললিত কলা একাডেমি (বাফা) সাধারণ সম্পাদক, লায়ন্স ক্লাব অব ঢাকা সাউথের সভাপতি, সদস্য সচিব, রুসদী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি, আজীবন দাতা সদস্য রুসদী উচ্চ বিদ্যালয় ও বাড়ৈগাও ইসলামি স্কুল এন্ড কলেজ। এ সময় উপস্থিত ছিলেন, বাড়ৈগাঁও ইসলামিয়া স্কুল এ- কলেজের সভাপতি রুহুল আমিন, প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাসেম, আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী আসিমুল গনি বাবুল, বেলতলি জি.জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আমিন, পরিচালনা পরিষদের সদস্য অনোয়র হোসেন, সমাজ সেবক সুলতান বেপারীসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও আটপাড়া ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি বর্গ।