Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:০৯

শিক্ষাবিদ নাজমা চৌধুরী আর নেই

বরেণ্য শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৮ আগস্ট) সকালে তাঁর মৃত্যু হয়।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন করা হবে।

নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রয়েছে নাজমা চৌধুরীর। তার সম্পাদিত বই ‘উইমেন অ্যান্ড পলিটিকস ওয়ার্ল্ডওয়াইড’১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত শ্রেষ্ঠ প্রকাশনা হিসেবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন কর্তৃক পুরস্কৃত হয়। নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৭ সালে নাজমা চৌধুরীকে ‘রোকেয়া চেয়ার’ সম্মাননায় ভূষিত করে। তিনি ২০০৮ সালে একুশে পদকে ভূষিত হন।

Facebook
Twitter
LinkedIn