২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:০১
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:০১

শিবচরে নৌ-দুর্ঘটনা : দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জাপার

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডের সাথে যাত্রীবোঝাই স্পিডবোটের সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। একইসাথে তিনি এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের শিবচরে নৌ-দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জাপা চেয়ারম্যান বলেন, মর্মান্তিক এমন দুর্ঘটনা মেনে নেয়া যায় না। নৌ-দুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। একইসাথে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান গোলাম মোহাম্মদ কাদের।

অপর দিকে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে এ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

প্রসঙ্গত উল্লেখ্য যে মাদারীপুরের শিবচরে বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কায় স্পিডবোট উল্টে ২৫ জন নিহত হয়েছে। বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা হয়। নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn