মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী নৌরুটে বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ হিসেবে সুপরিচিত এ নৌরুটের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। চ্যানেলে নাব্যতা সংকট ও প্রবল স্রোতের কারণে গত সোমবার বিকেল ৩টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, গেল কয়েক সপ্তাহ ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে-টাইপ ও ছােট ফেরি দিয়ে এ নৌ-রুটটি সীমিত আকারে সচল রাখা হচ্ছিল। কিন্তু শিমুলিয়া ঘাট থেকে মূল পদ্মা পার হয়ে লৌহজং টার্নিং পয়েন্টে পদ্মা সেতুর চ্যানেলের মুখের ৩০ থেকে ৪০ ফুট জায়গায় পানি কম থাকায় প্রবল স্রোত ও নাব্য সঙ্কট তৈরি হয়েছে। নাব্য সঙ্কটের কারণে চ্যানেল দিয়ে এ নৌরুটের ছোট ফেরিগুলোও চলাচল করতে