ঈদ যাত্রায় মুন্সীগঞ্জের শিমুলিয়া প্রান্তে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা গ্রামের বাড়িতে যাওযার উদ্দেশ্যে শিমুলিয়া ভিড় জমায়।
পরিস্থিতি মোকাবেলা করতে ঢাকা থোকে ঘাটের উদ্দেশ্যে ছোড়ে আসা লোকাল বাসের যাত্রীদের নামিয়ে দিচ্ছেন মাওয়া চৌরাস্তায়। ফলে ব্যাগ-ব্যাগেজ নিয়ে দুই আড়াই কিলোমিটার পায়ে হেঁটে চরম দূর্ভোগ নিয়ে ঘাটে আসতে হচ্ছে যাত্রীদের।
সকাল থেকেই পার হবার অপেক্ষায় পার্কিং ইয়ার্ড জুড়ে অবস্থান করছে পাঁচ শতাধিক ছোট আকারের গাড়ি। এ ছাড়া ফেরিতে চরে পদ্মা পাড়ি দিতে শত শত মোটর সাইকেল নিয়েও এসেছেন ঘরমুখো মানুষেরা।
বৃহস্পতিবার বিকেলে সরকারী ছুটির পর থেকেই ঘাটে মানুষের ঢল নামে। দিনে ১০ টি এবং রাতে সাতটি ফেরিতে বহর চালু রেখেছে কর্তৃপক্ষ। ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আমিনুর ইসলাম জানান, রাতে যাত্রী আর মোটর সাইকেলের চাপে ফেরিতে প্রাইভেট কার আর মাইক্রোবাস উঠাতে হিমশিম খেতে হয়েছে তাদের। এর পর শুক্রবার সকাল থেকে যাত্রী আর যানবাহনের চাপ বাড়ায় দূর্ভোগ পেরিয়েই ঘরে ফিরতে হচ্ছে যাত্রীদের।
যাত্রীরা বলছেন কয়েক ঘণ্টা অপেক্ষা করেও ফেরি পার হবার সুযোগ মিলছেনা তাদের। প্রচণ্ড গরমে তারা অতিষ্ট হয়ে পড়েছেন বলে ক্ষোভের সাথে জানান।