২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:২৬
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:২৬

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহের একেক দিন একেক শিল্পাঞ্চলে ছুটির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। দেশের বিভিন্ন শিল্প এলাকার সাপ্তাহিক বন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে সাপ্তাহিক ছুটি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। শুক্রবার (১২ আগস্ট) থেকেই নতুন এ তালিকা অনুযায়ী শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে- বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪(২) ধারার ক্ষমতাবলে সারা দেশের শিল্প প্রতিষ্ঠানের জন্য সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত দিনে শিল্প কারখানা বন্ধ রাখার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে সারা দেশে শিল্প প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের দিন, বৈদ্যুতিক এলাকা এবং এলাকার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রামসহ দেশের শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি তা দেখতে নিচের লিঙ্কটিতে ভিজিট করুন।

Facebook
Twitter
LinkedIn