২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:৫২

শীতে কাঁপছে উত্তরাঞ্চল

সারাদেশে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়ছে বিভিন্ন জেলা। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টায় পঞ্চগড়ের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সোমবার রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমায় কনকনে শীতের কারণে হাড় কাঁপছে উত্তরের এ জেলার সীমান্তবর্তী মানুষদের।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর দিনের তাপমাত্রা প্রায় আপরিবর্তিত থাকতে পারে। এদিকে, এই সপ্তাহের শেষর দিকে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে, ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৬ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল শুরু হয়েছে। 

Facebook
Twitter
LinkedIn