Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:১০

শীতে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে কাঁচা টমেটো

টমেটো একটি শীতকালীন সবজি। এটা যেমন খেতে সুস্বাদু তেমনি ত্বকের জন্য উপকারিও। শীতকালে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, আর শুষ্ক ত্বকের এই কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করে কাঁচা টমেটো। এই টমেটোর মধ্যে লুকিয়ে আছে ত্বকের অধিক সমস্যার সমাধান। সামান্য অম্ল প্রকৃতির টমেটোতে প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি উপস্থিত যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

এছাড়াও টমেটোয় লাইসোপিন থাকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। এটা ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা এবং শুষ্কভাব দূর করে ত্বক মসৃণ করে। ত্বকের তেলচিটে ভাব, ব্ল্যাক হেড, হোয়াইট হেডও দূর করে টমেটো। ব্রণের সমস্যা দূর করে। এইভাবেই টমেটো ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে।

ত্বকের যত্নে কাঁচা টমেটোর ব্যবহার-
প্রথমে ১০ থেকে ১২টি টমেটো নিয়ে ভেতরটা পরিষ্কার করে নিন। তারপর টমেটোর স্কিনটা খুলে সারা মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ১০ মিনিট পরে ভালো করে মুখটা ধুয়ে নিন। সপ্তাহে কয়েকবার এমনভাবে ত্বকের পরিচর্যা করলে দেখবেন বলিরেখা কমতে শুরু করবে। সেসঙ্গে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

Facebook
Twitter
LinkedIn