Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:০৪

শেখ হাসিনাকে প্রত্যার্পণ বিষয়ে যা বলল ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কূটনৈতিক মাধ্যমে বাংলাদেশ সরকারের সাথে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সমাধান করবে ভারত।

মঙ্গলবার জার্মান সমকক্ষ আনালেনা বেয়ারবকের সাথে সাক্ষাতের পরে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

সংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জানেন যে বাংলাদেশে সরকার পরিবর্তন হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে সেখানের সরকারের সাথে আলোচনা করব। এরপর তা কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করব। এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। এরইমধ্যে বেশ কিছু মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে (প্রত্যর্পণ) এনে বিচারের জোরালো দাবিও উঠেছে। বর্তমান সরকার হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করে। ফলে শেখ হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন এবং তাকে সম্ভাব্য প্রত্যর্পণের মুখোমুখি হতে হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, হাসিনার বিরুদ্ধে এখন ১৫৩টি মামলা রয়েছে। এর মধ্যে ১৩৫টি হত্যা, সাতটি মানবতা ও গণহত্যার অপরাধ, তিনটি অপহরণ, সাতটি হত্যাচেষ্টা এবং একটি বিএনপির মিছিলে হামলার অভিযোগ রয়েছে।

Facebook
Twitter
LinkedIn