আবারও বড় পতন দেশের দুই শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ৮৩ দশিমক আট শূন্য পয়েন্ট। লেনদেন হয় ৩৬৮ কোটি ১৮ লাখ টাকা। অন্যদিকে, চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১০৪ দশমিক পাঁচ দুই পয়েন্ট। এদিকে, দরপতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।
অর্থনীতি
শেয়ার বাজারে আবারও দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পিএম
ফাইল ছবি
আবারও বড় পতন দেশের দুই শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ৮৩ দশিমক আট শূন্য পয়েন্ট। লেনদেন হয় ৩৬৮ কোটি ১৮ লাখ টাকা। অন্যদিকে, চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১০৪ দশমিক পাঁচ দুই পয়েন্ট। এদিকে, দরপতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।
রোববার লেনদেনের শুরুতে বাড়তে থাকে ঢাকা স্টকের সূচক। প্রথম ১০ মিনিটে প্রধান সূচক বাড়ে ৩৩ পয়েন্ট। তবে, দিনশেষে ডিএসইএক্স সূচক ৮৩ দশমিক আট শূন্য পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৮ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হয় ৩৬৮ কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৫৩ কোটি টাকা। ডিএসইতে হাতবদলে অংশ নেওয়া ৩৯২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে, দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সামনে বিক্ষোভ করেন। এসময়, বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা