২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:২০
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:২০

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

টানা ৩৬ ম্যাচ জিতে বিশ্বকাপে আসে লিওনেল মেসির দল। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। তবে এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডের টিকিট পেয়েছে লিওনেল স্ক্যালোনির দল। গ্রুপসেরা হওয়ায় শেষ ষোলোতে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 

সৌদির বিপক্ষে ২-১ গোলের হারের পর মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পায় আর্জেন্টিনা। দুই জয়ে ৬ পয়েন্টে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আনহেল ডি মারিয়া। তবে আজকের ম্যাচ শুরু হওয়ার আগে শঙ্কা ছিল, পরের রাউন্ডে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হিসেবে পাবে মেসিরা। 

কিন্তু স্টেডিয়াম ৯৭৪ এ অনুষ্ঠিত ম্যাচে জয়ের ফলে গ্রুপসেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকে সামনে পায় স্ক্যালোনির দল। অস্ট্রেলিয়া শেষবার ২০০৬ সালে দ্বিতীয় রাউন্ডে খেলেছিল। আজ ইউরোপের জায়ান্ট ডেনমার্ককে চমকে দিয়ে জয় তুলে নেয় সকারুজরা। 

রোমাঞ্চকর ‘ডি’ গ্রুপের লড়াইয়ে প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্রশ্যপট বদলে গেল। তুলনামূলক অল্প শক্তিশালীর দল অস্ট্রেলিয়া ড্যানিশদের পরীক্ষা নিতে থাকে। 

ম্যাচের ৬২ মিনিটে দারুণ এক প্রতি আক্রমণে সকারুজদের উৎসবের মুহূর্ত এনে দেন লেকি। গ্রাহাম আরনল্ডের দল শেষ দিকে নিজেদের রক্ষণ সামলিয়েছে দারুণভাবে। ডেনমার্ক পিছিয়ে পরার পর একাধিক আক্রমণ করতে থাকে। 

তবে অজি গোলরক্ষক ম্যাথিউ রায়ানের দক্ষতায় ড্যানিশরা গোলের দেখা পায় নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে সকারুজরা। আর তাতেই ২০০৬ সালের পর প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডের উঠে অস্ট্রেলিয়া। 

কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর (শনিবার) রাত ১টায়।

Facebook
Twitter
LinkedIn