২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৩২
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৩২

শেষ হলো হজযাত্রা, সৌদি পৌঁছেছেন ১১৭৯৬৩ জন

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শেষ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ১৭ হাজার ৯৬৩ জন হজযাত্রী। এর মধ্যদিয়ে চলতি বছরের হজযাত্রা শেষ হয়েছে। এতে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ১০ হাজার ৩১৭ জন ও বেসরকারিভাবে ১ লাখ ৭ হাজার ৬৪৬ জন। হজে গিয়ে ২৩ জন ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী।

বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনে জানানো হয়েছে, বাংলাদেশি হজযাত্রীদের জন্য বাংলায় প্রস্তুতকৃত মিনা ও আরাফাহ এর মানচিত্র মক্কা আইটি হেল্পডেস্ক থেকে বিতরণ শুরু হয়েছে আজ। হজ এজেন্সি প্রতিনিধি, মোনাজ্জেম এবং হজ গাইডগন মিনা এবং আরাফাহর এই মানচিত্র বাংলাদেশ হজ অফিস মক্কা আইটি হেল্পডেস্ক থেকে সংগ্রহ করতে পারবেন।

আগামী ২৮ জুন হজ অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ছিল গতকাল।

অন্যদিকে, হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

Facebook
Twitter
LinkedIn