২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৪৩

শেষ ২ ওয়ানডে নতুন সূচিতে, পরিত্যক্ত টি-টোয়েন্টি

করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজ ও সফররত আয়ারল্যান্ডের মধ্যকার তিন ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। তবে বাতিল করা হয়েছে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।

দ্বিতীয় ওয়ানডেটি হবার কথা ছিলো মঙ্গলবার। কিন্তু আয়ারল্যান্ড দলের চার খেলোয়াড় ও ভারপ্রাপ্ত কোচ করোনায় আক্রান্ত হওয়ায় এবং দুই খেলোয়াড় ইনজুরিতে ছিটকে যাওয়ায়, নির্ধারিত দিনের ওয়ানডেটি স্থগিত করা হয়।

এরপর সিরিজের বাকী ম্যাচগুলো নিয়ে আলোচনা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) ও ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। অবশেষে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য নতুন সূচি নির্ধারণ করেছে দু’দেশের ক্রিকেট বোর্ড।

নতুন সূচি অনুযায়ী বৃহস্পতিবার হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে এবং তৃতীয় ও শেষটি হবে ১৬ জানুয়ারি। ১৬ জানুয়ারি নির্ধারণ ছিলো একমাত্র টি-টোয়েন্টি। সেটি বাতিল হয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ায় সিমি সিং ও বেন হোয়াইট প্রথম ওয়ানডের আগেই ছিটকে পড়েন। আর প্রথম ম্যাচের পর করোনা পজিটিভ হন এন্ডি ব্যালবির্নি ও লরকান টাকার ও ভারপ্রাপ্ত কোচ ডেভিড রিপলি। প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ব্যালবির্নি ও টাকার।

প্রথম ওয়ানডে ২৪ রানে জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা।

আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজটি।

সূত্র : বাসস

Facebook
Twitter
LinkedIn