সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
শুক্রবার চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হয় ম্যাচটি। এই দিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বৃষ্টির কারণে ৪৫ ওভার নির্ধারিত হওয়া এই ম্যাচে খেলার শুরুতে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। ১৬ রানেই দুইটি উইকেট হারায় আইরিশরা। এরপর অবশ্য সামলে নেন এন্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টর ও জর্জ ডকরেলরা। অনবদ্য ১৪০ রান করে দলকে দারুণ স্কোর উপহার দেন টেক্টর। নির্ধারিত ৪৫ ওভার শেষে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ৩১৯।
৩২০ এর জবাবে ব্যাটিং করতে নেমে ভালো শুরু দেখেনি বাংলাদেশও। ৯ রানে তামিম ও ৪০ রানের মাথায় লিটনকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এসময় হাল ধরেন নাজমুল হাসান শান্ত। দলের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটসম্যান। এছাড়াও তৌহিদ হৃদয়ের ৬৮ ও মুশফিকুর রহিমের করা ৩৬ রানের সুবাদে জয়লাভ করে বাংলাদেশ।