মুন্সিগঞ্জ প্রতিনিধি-
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ২ টি ব্যাচে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক/ কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান ও মাঠ দিবস পালন করেছে। প্রশিক্ষণ শেষে তাদেরকে ভাতা ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাটি শ্রীনগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সকাল ৯ ঘটিকায় শুরু হয়ে বিকাল ৫ ঘটিকায় সমাপ্ত হয়। প্রশিক্ষার্থীদের মধ্যে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের সমষপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম বাবু’র হাতে অনুষ্ঠানের প্রধাণ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক (প্রশাসন ও অর্থ ইউং) কৃষিবিদ বশির আহমেদ ও বিশেষ অতিথি মুন্সিগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খুরশিদ আলম, কৃষিবিদ কল্যাণ কুমার সরকার, কৃষিবিদ জি এম রুনা সার্টিফিকেট তুলে দেন। উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণী সরকারের সার্বিক পরিচালনায় উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ সম্পর্কে ধারণা প্রদান করা হয়।