২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:২৮
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:২৮

শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির অক্সিজেন ব্যাংকের উদ্বোধনঃ-


মোঃ জসিম মোল্লা- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ- শ্রীনগরে করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগিদের সেবায় জরুরী ভিত্তিতে উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন প্রদান কার্ক্রমের উদ্ভোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টায় শ্রীনগর সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল প্রাঙ্গনে এ কর্মসুচির উদ্ভোধন করা হয়।
শ্রীনগর উপজেলা কল্যাণ সভাপতি মোঃ শাহে আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হক, শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ হেদায়েতুল ইসলাম ভূয়া, এম এ খালেক, জি এম এ লতিফ, আঃ লতিফ মিয়া, তাজুল ইসলাম, এ্যাড.কামরুল হাসান, কাউসার মৃধা, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম শাহজাহান, সাইফুল ইসলাম টিটু, নাজমুল হাসান তালুকদার, মাওলানা ইউসুফ আলী খান, মমিনউল্লাহ মাষ্টার, ইউসুফ ফিরোজ প্রমুখ।

এর আগে গত রবিবার বেলা ১২ টায় শ্রীনগর সেবা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ বিশেষজ্ঞ ডাঃ রাশেদ হাসান শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮ জন ও শ্রীনগর সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল থেকে আরো ১০ জন স্বেচ্ছাসেবিকে তাদের নিজেদের সুরক্ষা সহ রোগিদের কিভাবে অক্সিজেন প্রদান করতে হয় সে বিষয়ে প্রশিক্ষন দেন।

Facebook
Twitter
LinkedIn