২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:১৯
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:১৯

শ্রীরামের ক্যাম্পে থাকবেন না সাকিব

মাত্র তিন দিনেই বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ হয়ে গেছে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে মহাদেশীয় এই টুর্নামেন্টের দর্শক বনে গেছেন টাইগাররা। অথচ আগের দুই আসরেই মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এশিয়া কাপের ফাইনালিস্ট ছিল বাংলাদেশ।

যদিও এশিয়া কাপের বাজে পারফরম্যান্স নিয়ে বসে থাকার উপায় নেই। ব্যর্থতা ভুলে সামনে তাকাতেই হবে। কারণ আগামী মাসে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, পরে টি-২০ বিশ্বকাপ।

গতকাল ঢাকায় ফেরা ক্রিকেটাররা কিছুদিন বিশ্রাম পাবেন। ত্রিদেশীয় সিরিজের জন্য আগামী ১২ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু হবে জাতীয় দলের। টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম ১১ সেপ্টেম্বর ঢাকায় আসবেন। পরদিন থেকে মিরপুর স্টেডিয়ামে ব্যাটসম্যান ও পেসারদের নিয়ে ক্যাম্প পরিচালনা করবেন তিনি।

বিশ্বকাপের জন্য ইতিমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড দল ঘোষণা করেছে। আইসিসির সময়সীমা অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে বাংলাদেশকেও। বিশ্বকাপের দল ঘোষণার আগে নতুন কয়েক জন খেলোয়াড়কে ক্যাম্পে পরখ করতে চান শ্রীরাম।

সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে শ্রীরামের এই ক্যাম্পে থাকবেন না সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে পাড়ি জমানোর কথা এই বাঁহাতি অলরাউন্ডারের। ক্যাম্পে দেশীয় কোচদের নিয়ে কাজ করবেন শ্রীরাম। অন্য বিদেশি কোচরা অবশ্য থাকবেন না। জেমি সিডন্স, রঙ্গনা হেরাথ, অ্যালান ডোনাল্ডরা ছুটিতে যাচ্ছেন। নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিবেন তারা।

জালাল ইউনুস বলেছেন, ‘১১ তারিখ (সেপ্টেম্বর) শ্রীরাম ঢাকায় চলে আসবে। সেখানে স্থানীয় কোচদের সঙ্গে ব্যাটসম্যান ও পেস বোলারদের নিয়ে একটা ক্যাম্প করবে। তাদের নিয়ে ওর কিছু কাজ আছে। আবার কিছু খেলোয়াড়কে ওর দেখারও ব্যাপার আছে, সেগুলো সে দেখবে।’ ত্রিদেশীয় সিরিজ খেলতে এক সপ্তাহ আগেই নিউজিল্যান্ডে দল পাঠাতে চায় বিসিবি। কন্ডিশনে মানিয়ে নেওয়ার সুযোগ নিশ্চিত করতে আগামী ২৪ বা ২৫ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারে বাংলাদেশ দল।

Facebook
Twitter
LinkedIn