Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৩:২৫

শ্রীলংকাকে ২৬৩ রানের টার্গেট দিলো নেদারল্যান্ডস

লখনৌতে বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কাকে ২৬৩ রানের লক্ষ্য দিয়েছে নেদারল্যান্ডস। ডাচরা টস জিতে আগে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে ৪৯ ওভার ৪ বলে ২৬২ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন লাগান ভ্যান বেক। ৫ বাউন্ডারিতে ৩১ বলে ২৯ রান করেন কলিন অ্যাকারম্যান। অন্যদিকে লঙ্কান বোলার কাসুন রাজিথা ও দিলশান মদুশানকা ৪টি করে উইকেট নেন। 

আজ (শনিবার) ভারতের একানা স্টেডিয়ামে, টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ডাচরা। আগের খেলায় শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেয়া নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা এদিন সুবিধা করতে পারেনি। শুরু থেকেই লঙ্কানরা খেলায় আধিপত্য বিস্তার করতে থাকে। ৬৮ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যান বিদায় নিলে চাপে পড়ে ডাচ দল। তবে সাইব্র্যান্ড এঞ্জেলব্রেক্টের হাফ সেঞ্চুরিতে ২৬২ রানের লড়াকু পুজি সংগ্রহ করে নেদারল্যান্ডস। 

Facebook
Twitter
LinkedIn