Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:২৪

শ্রীলঙ্কার জয়ের সেঞ্চুরি

দুই সেঞ্চুরির সঙ্গে দুই আক্ষেপ, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে পুরোদমে দাপট দেখিয়েছিলেন আয়ারল্যান্ডের ব্যাটাররা। গলের রানপ্রসবা উইকেটে অবশ্য দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারলেন না তারা। হার এড়াতে পুরো দিন ব্যাটিং করার বিকল্প ছিল না আইরিশদের। তবে লড়াই করলেন কেবল অ্যান্ড্রু বালবির্নি ও হ্যারি টেক্টর। তবুও ইনিংস ব্যবধানের হার ঠেকাতে পারলেন না তারা। আয়ারল্যান্ডকে ইনিংস ১০ রানে হারিয়ে টেস্টে নিজেদের শততম জয় তুলে নিলো শ্রীলঙ্কা।

গলে আগের দিনের ২ উইকেটে ৫৪ রান নিয়ে শেষ দিনের ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। দিনের শুরুতেই আসিথা ফার্নান্দোর বাউন্সারে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যেতে হয় বালবির্নিকে। এদিকে পাঁচে নেমে সুবিধা করতে পারেননি পল স্টার্লিং। প্রবাথ জয়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার।

প্রথম ইনিংসে ১০৩ রানের ইনিংস খেলা স্টার্লিং এদিন সাজঘরে ফিরেছেন মাত্র ১ রানে। স্টার্লিংকে ফিরিয়ে টেস্টে ইনিংস হিসেবে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে দ্রুততম ও বিশ্ব ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। বাঁহাতি স্পিনার ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ৭ টেস্টে। তার চেয়ে কম টেস্টে এমন কীর্তি আছে কেবল চার্লি টার্নারের।

Facebook
Twitter
LinkedIn