শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে দলে ফিরেছেন সাকিব আল হাসান। ডাক পেয়েছেন তরুণ পেসার রেজাউর রহমান।
তবে, বাজে সময় কাটানো বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম বাদ পড়েছেন। এছাড়া ফিটনেসের ওপর নির্ভর করবে শরিফুলের থাকা না থাকা। আর চোটের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না গতিময় পেসার তাসকিন আহমেদের।
মুমিনুল হকের নেতৃত্বে ১৫ জনের দলে আছেন তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, শরীফুল ইসলাম (যদি ফিট থাকেন)।
আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে দিমুথ করুনারত্নের দল। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলে ২৩ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলবে সিরিজের শেষ টেস্ট। দুটি ম্যাচই আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।