Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৪০

ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পরবর্তী ক্লাসে উন্নীত করতে শিক্ষার্থীদের চারটি অ্যাসাইনমেন্ট জমা দেবে।

করোনা পরিস্থিতিতে টানা ৭ মাস ধরে বন্ধ থাকা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছরে বার্ষিক পরীক্ষা নেয়া হবে না। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পরবর্তী ক্লাসে উন্নীত করতে শিক্ষার্থীদের চারটি অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূলায়ন করা করা হবে। এজন্য একমাসে শেষ করা যাবে এমন একটি সিলেবাস প্রণয়ন করেছেন এনসিটিবি।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এনসিটিবির প্রণয়ন করা সিলেবাস থেকে চারটি অ্যাসাইনমেন্ট এক মাসের মধ্যে শেষ করতে হবে। এ সিলেবাসটি এনসিটিবির মাধ্যমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হবে। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তা পৌঁছে দেয়া হবে। শিক্ষার্থীরা অনলাইনে বা খাতায় লিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে।

তিনি আরও বলেন, এর বাইরে শিক্ষার্থীদের কোনো ধরনের বাসার কাজ দেয়া যাবে না। চার সপ্তাহে শুধু চারটি অ্যাসাইনমেন্ট তৈরি করে শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা পৌঁছে দেবে।

Facebook
Twitter
LinkedIn