নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে পরীক্ষার পরিবর্তে বছরের নির্দিষ্ট দুই সময়ে হবে মূল্যায়ন। একই সাথে মূল্যায়নের ফলাফলও প্রকাশ করতে হবে নির্দিষ্ট সময়েই। এখন থেকে প্রশ্ন ব্যাংক কিংবা অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রশ্ন কেনার সুযোগও বন্ধ করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এসব নির্দেশনা প্রত্যেক স্কুলকে শতভাগ পালন করতে হবে।