২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:০১
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:০১

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ১১ বছর বয়সের শর্ত স্থগিত

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া ১১ বছর বয়সের শর্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়েরুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জাতীয় শিক্ষানীতি ২০১০ আনুযায়ী এবার প্রাথমিকে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর ধরা হয়। সে হিসেবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছর নির্ধারণ করা হয়।

গত ১৭ ডিসেম্বর অনলাইনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়। কিন্তু সরকারি কড়াকড়িতে ১১ বছরের কম বয়সীরা ভর্তির আবেদন করতে পারছিল না। অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হলো।

Facebook
Twitter
LinkedIn