২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:২৫
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:২৫

সংবিধান জনগণের জন্য, জনগণই এর হেফাজত করবে’

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান জনগণের জন্য, জনগণই এর হেফাজত করবে। আজ সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের বার অডিটোরিয়ামে সংবিধান দিবসের এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, সংবিধান সংশোধন করলে সাধারণ মানুষের মতামত যেনো তাতে প্রতিফলিত হয়। তবে জনগণকেও সতর্ক থাকতে হবে সংবিধান সম্পর্কে। যখনই মনে হবে ভুল হচ্ছে, সোচ্চার হতে হবে তাদের।

আলোচনায় ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আগে যে কয়বার সংবিধান সংশোধন হয়েছিল, তার বেশিরভাগই হয়েছে শাসকের ইচ্ছায়, জনগণের ইচ্ছে অনুযায়ী নয়।

সুপ্রিম কোর্টের বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সংবিধান রাষ্ট্রীয় দলিল। দলীয় বা ব্যক্তি স্বার্থে যদি সংবিধান পরিবর্তন করতে চায়, তাতে লাভ হবে না। যারা সংবিধান সংশোধন করতে চান, তাদের উচিত সকল রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করা।

Facebook
Twitter
LinkedIn