Search
১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ / ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৫৭

সংসদের বাজেট অধিবেশন শুরু ২ জুন

জাতীয় সংসদের বাজেট (ত্রয়োদশ) অধিবেশন আগামী ২ জুন বুধবার বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

করোনাকালীন সময়ে এ অধিবেশনও সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৪ মার্চ একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়। সংক্ষিপ্ত ওই তিন কার্যদিবসের অধিবেশনে মোট পাঁচটি বিল উত্থাপন করা হয়। ওই অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৪৪টি নোটিশ পাওয়া যায়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট এক হাজার ৯৯টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ১৬৩টি প্রশ্ন সম্পর্কে মন্ত্রীরা সংসদে উত্তর দেন।

Facebook
Twitter
LinkedIn