২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪৯

সড়ক দুর্ঘটনায় আহত পাকিস্তানের দুই ক্রিকেটার

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন পাকিস্তান নারী দলের ক্রিকেটার বিসমাহ মারুফ ও গুলাম ফাতিমা। ওয়েস্ট ইন্ডিজের সফরকে সামনে রেখে শুক্রবার (৫ এপ্রিল) করাচিতে অনুশীলন করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।

বিসমাহ ও ফাতিমার বড় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের প্রাথমিক চিকিৎসাও দেয় পিসিবি। এখন তারা বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘দুই নারী ক্রিকেটার, বিসমাহ মারুফ ও গুলাম ফাতিমা- যারা শুক্রবার সন্ধ্যায় গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন তাদের ব্যাপারে হালনাগাদ তথ্য দিয়েছে। সামান্য চোট পেলেও সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তারা পিসিবির মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছেন।’

করাচিতে এ মাস থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ৩ ম্যাচের ওয়ানডে ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৮ এপ্রিল মাঠে গড়াবে খেলা

Facebook
Twitter
LinkedIn