২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪০

সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ফরিদপুরে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঢাকা-মাগুরা মহাসড়কের কামারখালী ব্রিজের উপর সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সারে ৮ টার দিকে ফরিদপুর থেকে আসা বিআরটিসি একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৭৫১৪) মাগুরা থেকে আগত ইজিবাইকে চাপা দিলে ঘটনাস্থলে  চালক আব্বাস আলী নিহত হয়। নিহত আব্বাস আলী (৩৫) মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের সামসুল হকের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্বাস আলী কে মৃত ঘোষণা করে ।

সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা  করেছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসালাম জানান, ট্রাক ও নিহতের লাশ কানাইপুর করিমপুর হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে।

Facebook
Twitter
LinkedIn