Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৩৪

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়া দৃঢ়প্রতিজ্ঞ : পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং তার দেশে অবৈধ বিদেশী সামরিক উপস্থিতির অবসান ঘটাতে দামেস্ক সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

গতকাল সোমবার জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের ৪৬তম অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদ এখনো তার দেশের জন্য সবচেয়ে মারাত্মক হুমকি এবং এর মাধ্যমে সিরিয়ার ওপর রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করে হচ্ছে। তবে, সিরিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সিরিয়ার মাটি থেকে বিদেশী সামরিক উপস্থিতির অবসান ঘটানোর বৈধ অধিকার রাখে দামেস্ক সরকার।

তিনি বলেন, তুরস্ক, আমেরিকা ও ইসরাইলের দখলদারিত্ব ও বিচ্ছিন্নতাবাদীদেরকে সিরিয়ার ভেতরে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করতে সমর্থন যুগিয়ে যাচ্ছে। এসব দেশের সমর্থন নিয়েই উগ্রবাদীরা উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের পানির সরবরাহ লাইন কেটে দিয়েছে যা মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত।
সূত্র : পার্সটুডে

Facebook
Twitter
LinkedIn