২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:২৯
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:২৯

সন্ত্রাস বলি কারে “

“কবিতা ঃ –
সন্ত্রাস বলি কারে “

(সাঈদ ইবনে হানিফ)

সন্ত্রাস তুমি সন্ত্রাসী নওতো হয়েছো চোখের মনি। তোমার আদলে গড়বো জীবন পেয়েছি এমন বানী। যুগের সকল অপকর্মের বেদী ছাড়িয়াছ তুমি বারে বার। তবুও আমি দাবি করি শ্রেষ্ঠ তুমি, যদিও ভেঙ্গেছ মোদের ঘর। কখনও তোমার অত্যাচারে কেটেছে নির্ঘুম জাতির। ভোরবেলা আবার মায়া কান্নার নিকশ কালিমা খাতির। এইতো সেদিন একবুক ভরা আশা জাগিয়ে মনে। আবার দিয়েছে ভীতির সঞ্চার সরল ভাবিয়া মোরে। গন্তব্য হীন অসভ্যতার করিতেছ দাম্ভিক। সন্ত্রাস তুমি সন্ত্রাস নওতো আমি বলিনি ঠিক । ৩০/০১/২০২৩ ইং

Facebook
Twitter
LinkedIn