২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:১৮

সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

কোরবানির ঈদের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে আজ সোমবার। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, সৌদি আরবের আকাশে রোববার জিলহজের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ২৮ই জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। 

ঈদুল আজহার দিন পুরো বিশ্বে সামর্থবান মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানি করে থাকেন। এই কোরবানির সঙ্গে ইব্রাহিম (আ.), তাঁর স্ত্রী বিবি হাজেরা ও তাঁদের সন্তান ইসমাঈল (আ.) এর পরম ত্যাগের স্মৃতি বিজড়িত। জিলহজ মাসে পবিত্র হজ উপলক্ষে পুরো পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান সমবেত হন ইব্রাহিম (আ.) এর সেই ত্যাগের স্মৃতি বিজড়িত মক্কা-মদীনায়।

Facebook
Twitter
LinkedIn