২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৫০
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৫০

সন্ধ্যায় মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বিশ্বকাপ জয়ের পর প্রথমবার এশিয়া সফরে মেসির আর্জেন্টিনা। আগের ফিফা উইন্ডোতে পানামা আর কুরাসাওয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছিল আলবিসেলেস্তে।

এবার চ্যালেঞ্জ তুলনামূলক কঠিন। ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েই শেষ ষোলোতে ওঠে স্কালোনির দল। সকারুদের হারানো যে সহজ হবে না, স্কোরলাইনই তার প্রমাণ। এ ম্যাচে সতর্ক হয়েই নামবে মেসি-ডি মারিয়ারা। হেড টু হেডে সবশেষ চার ম্যাচে প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা।

যেমন হতে পারে আর্জেন্টিনার স্কোয়াড
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ/লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও জিওভানি সিমিওনে/নিকোলাস গঞ্জালেজ।

Facebook
Twitter
LinkedIn