২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৪৩
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৪৩

সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে যাচ্ছে ১০ নাম

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। এই ১০ জনের নাম আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেওয়া হবে।

জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিম করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটির প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

নিয়ম অনুযায়ী, সার্চ কমিটির দেওয়া ১০ জনের নামের তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। ৫ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কমিটির বাকি পাঁচ সদস্য হলেন- বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন। 

কমিটি গঠন হওয়ার পর নতুন ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোসহ নাগরিকদের কাছে নাম চাওয়া হয়। বিএনপিসহ অন্যান্য কয়েকটি দল ছাড়া ২৪টি রাজনৈতিক দল ও ৬টি সংগঠন নামের তালিকা জমা দিয়েছে। ব্যক্তিগতভাবেও অনেকে নাম জমা দিয়েছে। সব মিলিয়ে মোট ৩২২ জনের নাম সার্চ কমিটির কাছে জমা পড়ে। প্রাথমিকভাবে ২০ জনের নাম ঠিক করা হয়। সেখান থেকে রবিবার (২০ ফেব্রুয়ারি) ১২ থেকে ১৩ জনের নাম ঠিক করেছে কমিটি। রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার জন্য মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ১০ জনের নাম ‍চূড়ান্ত করে সার্চ কমিটি।

Facebook
Twitter
LinkedIn