২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪৫

সবার জন্য পেনশন স্কিমে আশার আলো

দেশের কর্মজীবী মানুষের একটি ক্ষুদ্র অংশ অবসরোত্তর আর্থিক নিরাপত্তা পান। কর্মজীবীদের একটি বড় অংশই অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। এ ছাড়া সরকারি ছাড়া বেসরকারি খাতের কর্মীদেরও এমন কোনো আর্থিক নিরাপত্তা নেই বললেই চলে। তাদের জন্য এ বছরের সবচেয়ে বড় সুসংবাদ ছিল সর্বজনীন পেনশন স্কিম। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন। এরপরই এটি নিয়ে নানা মহলে নানা আলোচনা হয়েছে। তবে অর্থনীতিবিদ থেকে শুরু করে নানা শ্রেণি–পেশার মানুষ শেষ পর্যন্ত বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছেন।

দেশের বয়োবৃদ্ধদের শেষ জীবনে চলার সম্বল, নিরাপত্তা, মানসিক ও অর্থনৈতিক সুরক্ষার লক্ষ্যেই এ স্কিম। সরকারি চাকরিজীবী ছাড়া বাংলাদেশের যেকোনো নাগরিকের বয়স ১৮ বছরের বেশি হলেই পেনশন স্কিমে অংশ নিতে পারবেন।

Facebook
Twitter
LinkedIn