২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০০

সভাপতি খুঁজে পেলেন নিপুণ

আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কলি অংশ নিচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। তিনি হচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তারের প্যানেলের সভাপতি। আজ (১৭ মার্চ) সন্ধ্যায় ঘোষণা দিয়েছেন নায়িকা। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কলিও এ বিষয়ে তার প্রত্যয়ের কথা ব্যক্ত করেছেন।

মাহমুদ কলি বলেন, ‘আমি সিনেমা করতে আসিনি। শিল্পী ও অন্যান্যদের মাঝে সেতুবন্ধন করতে এসেছি।’।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই দফা করে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন পর আবারও সমিতির নির্বাচনে দেখা যাবে তাকে।


চলচ্চিত্রে আসেন। এরপর দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানা।

Facebook
Twitter
LinkedIn