২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৪০
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৪০

সমর্থকদের মার খাওয়া নিয়ে মুখ খুললেন মেসি

লিওনেল মেসি পুরোপুরি ফিট ছিলেন না, তবু ব্রাজিলের বিপক্ষে ম্যাচ বলে নেমেছিলেন। কিন্তু সময়মতো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরু হতে পারেনি। গ্যালারিতে দুই দলের সমর্থকদের মারামারির কারণে ৩০ মিনিট পিছিয়ে যায় খেলা।

ওতামেন্দির গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনা জয় পেলেও মেসিকে তুলে নিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে জয় নিয়ে উচ্ছাস প্রকাশ করলেও ম্যাচের আগের মারামারি নিয়ে ক্ষোভ জানিয়েছেন মেসি।

গতকালা মারাকানায় ম্যাচের আগে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। আর্জেন্টিনার জাতীয় সংগীতের সময় স্বাগতিক দর্শকরা নাকি দুয়ো দিয়েছিলেন। এ নিয়ে ধস্তাধস্তি শুরু হলে স্থানীয় পুলিশ এতে জড়িয়ে যায়। নিজেদের সমর্থকদের পুলিশের কাছে মার খেতে দেখে মেসিরা গ্যালারির দিকে এগিয়ে যান। এমিলিয়ানো মার্তিনেসকে তো এক পুলিশকে টেনে ধরতেও দেখা গেছে।

Facebook
Twitter
LinkedIn