২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫৪
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫৪

সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন। 

বৃহস্পতিবার সকাল ৯টায় সৈকতের তেত্রিশকানি পয়েন্টে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। অন্যান্য সময়ের উদ্ধার হওয়া মৃত ডলফিনের মতো এটি অর্ধগলিত ছিল না। তবে ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন ছিল। এসব তথ্য কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির। তাদের মতে, জেলেদের আঘাতে এটির মৃত্যু হয়েছে। 

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এর আগে গত ১৬ সেপ্টেম্বর সৈকতে একটি মৃত ডলফিন পাওয়া যায়। চলতি বছর ১৯টি মৃত ডলফিন ভেসে এসেছে। পটুয়াখালী বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম যুগান্তরকে বলেন, মৃত্যুরহস্য উদ্ঘাটনে ডলফিনটির ময়নাতদন্ত করা হবে। ঘটনাস্থলে বন বিভাগের একজন বিট অফিসারকে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn