২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৫৫
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৫৫

সম্পদ-মূল্য বেড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের

সম্পদের পুনর্মূল্যায়ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এতে প্রায় ১১ শতাংশ সম্পদের মূল্য বেড়েছে কোম্পানিটির। সোমবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত এ কোম্পানির বোর্ড সভায় সম্পদ পুনর্মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন অনুমোদনের পর প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, বুক ভ্যালু অনুসারে কোম্পানিটির সম্পদের মূল্য ৬৪৮ কোটি ৪৪ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর এই সম্পদের মূল্য দাঁড়িয়েছে, ৭২১ কোটি ৩ লাখ টাকা। পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত হচ্ছে- ৭২ কোটি ৫৯ লাখ টাকা।

বুকভ্যালুতে কোম্পানিটির জমির মূল্য ৪৭ কোটি ৯১ লাখ টাকা। পুনর্মূল্যায়নে এর মূল্য দাঁড়িয়েছে ১১০ কোটি ৬ লাখ টাকা। মূল প্ল্যান্ট ও মেশিনারিজের বুকভ্যালু ৫৬ কোটি ৩৬ লাখ টাকা। পুনর্মূল্যায়নে এর মূল্য হয়েছে ৫৬ কোটি ৭০ লাখ টাকা। এভাবে বিল্ডিং ও অন্যান্য কাঠামোর মূল্য ৩৩ কোটি ৫২ লাখ টাকা থেকে বেড়ে ২০ লাখ ৭৯ হাজার টাকা হয়েছে। তবে পুনমূল্যায়নে (অবচয়জনিত কারণে) অফিস ইক্যুইপমেন্ট, আসবাবপত্র ও যানবাহনের মূল্য ৪ কোটি ৩৩ লাখ টাকা থেকে কমে ৩ কোটি ১৫ লাখ টাকা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn