২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১১

সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি

ভোজ্যতেল ব্যবসায়ীরা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সয়াবিন তেলের দাম বাড়ার কথা জানালেও বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। 

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৬ই এপ্রিল) জানানো হয় যে, এখন থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা বেড়ে ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হবে ৮৪৫ টাকায়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় প্রতি লিটার খোলা পাম তেল এখন থেকে বিক্রি হবে ১৩২ টাকা প্রতি কেজি দরে। তবে, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু  বৈশাখী টিভিকে মুঠোফোনে জানিয়েছেন, ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে এখনও বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করেননি ব্যবসায়ীরা। ফলে, দাম বাড়ানোর সিদ্ধান্তটি চূড়ান্ত নয়।

Facebook
Twitter
LinkedIn