চলছে বিএনপি-জামায়েতের ১১তম দফায় ডাকা টানা ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন। এই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান ‘আওয়ামী সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না’ উল্লেখ করে বলেছেন, ‘তারা প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। এজন্য সরকার অন্যায়ভাবে রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করছে।’
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিল সড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী সরকার নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার ব্যবস্থার অপব্যবহার করছে। ফরমায়েশি ও ন্যায় ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতসহ বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের সাজা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে ফরমায়েশি রায়ে অন্যায়ভাবে সাজা প্রদান করেছে সরকার। জনগণ এই ন্যায় ভ্রষ্ট রায় প্রত্যাখ্যান করেছে।’