২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩৮

সরকার পতনে একদফা আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

চুরি ও মেগা দুনীতির কারণে বিদ্যুৎখাতের ভরাডুবি এবং লোডশেডিং হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন না করেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এখন আবার দুর্নীতি করতেই এলএনজি আমদানি করছে। সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান মির্জা ফখরুল।

বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানিখাতের অব্যবস্থাপনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেয়। এতে মহানগর ও বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে নেতারা বলেন, একদিকে দ্রব্যমূল্যের  
ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা অন্যদিকে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ অতিষ্ট।

সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সচেতনভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশের সব কিছু ধ্বংস করতে পোড়ামাটি নীতি গ্রহন করেছে। সরকার উন্নয়নের মিথ্যা তথ্য তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করছে। বিদ্যুত উৎপাদনের নামে হাজার হাজা কোটি টাকা বিদেশে পাচার করেছে।

মির্জা ফখরুল বলেন, জনগণ এ সরকারকে আর সময় দিতে চায় না, আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি। 

9

বিএনপি ক্ষমতায় গেলে দ্রব্যমূল্যের দাম কমানো, বিদ্যুত সমস্যা সমাধান ও জ্বালানি খাতের অব্যবস্থাপনা সহ সব কিছুর সমাধান করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।

Facebook
Twitter
LinkedIn