২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩৭

সরকার রাজনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করেছে: মির্জা ফখরুল

সরকার দেশের রাজনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ শে এপ্রিল)  বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রয়াত ডক্টর জাফরুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

এসময় গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবানও জানান মির্জা ফখরুল। 

তিনি আরও বলেন, দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। এই সংকটময় পরিস্থিতি মোকাবিলা করতে হলে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। 

গ্রেফতার করে আন্দোলন থামানো যাবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

Facebook
Twitter
LinkedIn