২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:২৮

সরে দাঁড়ালেন সুনেরাহ

তরুণ প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমার শিল্পী ও কলাকুশলীরা সংবাদ সম্মেলন করেন।

ওই আয়োজনে সিনেমার পরিচালক খ ম খুরশীদ অভিনেত্রী হিসেবে সুনেরাহর নাম ঘোষণা করেন। সেদিন অনুষ্ঠানে অবশ্য উপস্থিত হননি এই অভিনেত্রী।

সুনেরাহ বলেছেন, আমার চরিত্রটা যেমন হবে বলা হয়েছিল, স্ক্রিপ্টে তেমনটা ছিল না। আমি সেটা পরিবর্তন করে দিতে বলেছিলাম, কিন্তু কাজ হয়নি।

সেজন্যই সিনেমা থেকে সরে গেছেন বলে জানান তিনি।

তবে সিনেমায় কাজের ব্যাপারটি চূড়ান্ত হওয়ার পর সুনেরাহ জানিয়েছিলেন, চরিত্র ভালো লাগায় সিনেমাটিতে যুক্ত হয়েছেন।

রাজনীতিক শাজাহান খানের কাহিনিতে সিনেমায় উঠে আসবে জয় বাংলা ধ্বনির উৎস। এতে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর, নিরব, রোকেয়া প্রাচী, নাদের খানসহ অনেকে।

এ বছরের নভেম্বরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn