২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৩৫

সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় শীর্ষে মেসি

একটা সময় ছিল সর্বকালের সেরা ফুটবলার কে? এমন প্রশ্নে বিতর্কে জড়িয়ে যেত আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা নাকি ব্রাজিলের পেলে। তবে কালের বিবর্তনে তাদের দুজনের মধ্যে সেরা কে এমন কথা খুবই কম হয়ে থাকে। ম্যারাডোনা ও পেলের বিতর্কের জায়গা দখল করে নিয়েছে আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

কালের বিবর্তনে নিজেদের ক্ষুরধার পারফর্ম্যান্সে এ তর্কে ছেদ ফেলেন মেসি-রোনালদো। শেষ ১৫ বছরে এ দুজন ফুটবলকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। নিজেদের মাঠের লড়াইয়ে সবসময় ছিলেন আলোচনায়। দুজনে মিলে ১২ বার জিতেছেন সেরা ফুটবলারের শিরোপা। মেসির ঘরে সাত শিরোপা আর রোনালদোর পাঁচ। তবে এদের দুজনের মধ্যে আবার পেলে ও ম্যারাডোনার সঙ্গে মেসির নামটাই বেশ জোরেশোরেই আলোচিত হয়েছে শেষ দেড় দশকে।

এবার সেই বিতর্কের ‘অবসান’ ঘটানোর একটা চেষ্টা করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ফোরফোরটু। সর্বকালের সেরা ১০০ ফুটবলারের একটা তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটটি। যেখানে পেলে, ম্যারাডোনা, রোনালদোদের হারিয়ে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি।

তবে এ তালিকা সর্বকালের সেরার আলোচনার অবসান ঘটানোর চেয়ে বিতর্কের জন্মই বেশি দিয়েছে বলেই বলছে ফুটবলবোদ্ধারা। যেমন ধরুন ব্রাজিলিয়ান রোনালদোর কথাই! ব্যালন ডি অর জয়ের পাশাপাশি দলকে জিতিয়েছেন বিশ্বকাপ শিরোপাও। এমনকি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে সেরা গোলদাতা আর সেরা খেলোয়াড়ের পুরস্কারও আছে তার দখলে। এরপরও তার অবস্থান এই তালিকার ১০-এ। ওদিকে কিংবদন্তী জর্জ বেস্ট তাকে ছাড়িয়ে আছেন তালিকার ৭ম অবস্থানে।

অথচ খেলোয়াড়ি জীবনে সব শিরোপা জিতলেও মেসির হাতে এখনো বিশ্বকাপ শিরোপা ওঠেনি। তবে তর্কসাপেক্ষে যদিও অনেকেই বলছে মেসিকে সর্বকালের সেরা প্রমাণের জন্য বিশ্বকাপ শিরোপা কোন মূল্য রাখে না। মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকার শীর্ষ তিনেও জায়গা করে নিতে পারেননি। মেসির পরেই রয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। এর পরের অবস্থানটায় রয়েছেন ব্রাজিলের কিংবদন্তী পেলে। চারে রোনালদো আর পাঁচে রয়েছেন ফ্যান্স কিংবদন্তী জিনেদিন জিদান। কিংবদন্তী ইয়োহান ক্রুইফ আছেন ষষ্ঠ অবস্থানে।

সর্বকালের সেরা ১০০ খেলোয়াড় খুঁজে বের করার কাজটায় ফোরফোরটুকে খড়ের গাঁদায় সুঁচ খোঁজার কাজ করতে না হলেও খেলোয়াড়দের ক্রমতালিকা ঠিক করার ক্ষেত্রে যে গলদঘর্ম হতে হয়েছে, এটা নিশ্চিত। ভবিষ্যতে এই তালিকায় কারা আসবেন, তাদের অবস্থান থাকবে কোথায়, এ নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরা ভাবছি আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পের কথাই।

এক নজরে সর্বকালের সেরা দশ খেলোয়াড় :

১. লিওনেল মেসি ২. দিয়াগো ম্যারাডোনা ৩. পেলে ৪. ক্রিশ্চিয়ানো রোনালদো ৫. জিনেদিন জিদান ৬. ইয়োহান ক্রুইফ ৭. জর্জ বেস্ট ৮. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৯. ফেরেঞ্চ পুসকাস ১০. রোনালদো নাজারিও

Facebook
Twitter
LinkedIn