ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। এদিন ডিএসএতে প্রায় ৩১ শতাংশ লেনদেন কমেছে; যা এক মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৪৫ কোটি ৯২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ৯১ লাখ টাকার।
এর আগে গত ১০ অক্টোবর ডিএসইতে ৫৪৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে মোট ৩৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ১৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।