তারিখঃ ১৭/০২/২০২৫
সিটিএসবি,মতিঝিল ও ছাত্র জনতা অভিযান পরিচালনা করে ০১ জন গ্রেফতার করেছে
মতিঝিল থানাধীন আরামবাগ ফুটওভার ব্রিজের নিকট হতে সিটিএসবি মতিঝিল এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিটিএসবি ও ছাত্র জনতা সময় ১৯:২০ ঘটিকায় মতিঝিল ৯ নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতিকে আটক করে মতিঝিল থানার নিকট সোপর্দ করে।
*গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয়:
মোঃ হানিফ(টাই হানিফ )
পিতা- :মোঃ চান মিয়া
স্থায়ী ঠিকানা :কুমিল্লা,
বর্তমান ঠিকানা :২৩/ মানিকনগর,থানা :মুগদা। পদবি :সহ সভাপতি ৯ নং ওয়ার্ড যুবলীগ।
উল্লেখ্য ব্যক্তির মোবাইলে আগামীকালকে আওয়ামী লীগের হরতাল উপলক্ষে লিফলেট, পোস্টার ও হরতাল পালন কর্মসূচির বিভিন্ন আলামত পাওয়া যায় এবং বিষয় ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন।