পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ জমি ও ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি আবাসিক এলাকায় ১০ কাঠা ১৫ ছটাক জমি কিনবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এছাড়া ব্যাংকটি ৫ তলা বিশিষ্ট ভবন কিনবে, যেখানে ১৫টি ফ্লাট এবং ১৫টি কার পার্কিং জায়গা রয়েছে। এই ভবনটি গুলশান-১, হাউজ নং-১/বি, রোড নং-১২৩, ব্লক সিইএস(এফ) এ অবস্থিত।
সাউথইস্ট ব্যাংকের জমি ও ভবন কিনতে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া মোট ৯০ কোটি টাকা ব্যয় হবে।
বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে জমি ও ভবন কিনতে পারবে সাউথইস্ট ব্যাংক।