দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসানের যাওয়া, না যাওয়া নিয়ে একপ্রস্হ নাটকই হয়েছিল। শেষ পর্যন্ত গিয়েছিলেন সাকিব নিজের আগ্রহেই। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে পরিবারের অসুস্হ সদস্যদের পাশে থাকতে দেশে ফিরে এসেছেন বাঁহাতি এ অলরাউন্ডার।
বর্তমানে ঢাকায় থাকা সাকিবকে পেতে চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তাকে পেতে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে ক্লাবটি। গতকাল ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রিমিয়ার লিগে সাকিবের খেলার বিষয়ে গতকাল তিনি বলেছেন, ‘আমরা যোগাযোগ করেছি বিসিবির সঙ্গে। এটা আসলে বিসিবি ও সাকিব ঠিক করবে। ওর পরিবারের সবাই অসুস্হ। এখন কেমন আছে সবাই, ওর মন মানসিকতা কী অবস্হায় আছে? এসব গুরুত্বপূর্ণ বিষয়।’
সাকিবকে না পেলেও আজ মোহামেডানের হয়ে খেলতে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলবে মোহামেডান। ব্রাদার্স খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে। আর ইউল্যাব মাঠে লেজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।